Logo

প্রযুক্তি

ডিপসিকের বিরুদ্ধে চ্যাটজিপিটি নকলের অভিযোগ

Icon

ডিজিটাল ডেস্ক

প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৫, ২০:১২

ডিপসিকের বিরুদ্ধে চ্যাটজিপিটি নকলের অভিযোগ

চ্যাটজিপিটির নির্মাতা ওপেনএআই অভিযোগ করেছে, চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান ডিপসিক তাদের মডেল থেকে অনুমোদনহীনভাবে তথ্য নিষ্কাশন করেছে। তা ব্যবহার করে নিজস্ব কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল তৈরি করছে। ওপেনএআইয়ের প্রধান বিনিয়োগকারী মাইক্রোসফট বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে।

ব্লুমবার্গের রিপোর্ট অনুযায়ী, ডিপসিকের আর-১ ও ভি-৩ মডেলগুলি পশ্চিমা এআই মডেলগুলোর সমান পারফরম্যান্স দেখাচ্ছে, কিছু ক্ষেত্রে আরও উন্নত কার্যক্ষমতা প্রদর্শন করছে। এসব মডেল তৈরি করতে যে খরচ হয়েছে, তা মার্কিন প্রতিষ্ঠানগুলোর তুলনায় অনেক কম। যা ডিপসিকের আধিপত্য প্রতিষ্ঠার সম্ভাবনা তৈরি করছে।

হোয়াইট হাউসের সদ্য নিয়োগপ্রাপ্ত এআই ও ক্রিপ্টো বিষয়ক কর্মকর্তা ডেভিড স্যাকস এই অভিযোগের সমর্থন করেছেন। তিনি ফক্স নিউজে দেওয়া এক সাক্ষাৎকারে জানান, ডিপসিক ওপেনএআইয়ের মডেল থেকে অবৈধভাবে তথ্য নিষ্কাশন করেছে। 

তিনি আরও বলেন, ‘এটি প্রযুক্তি শিল্পের জন্য একটি বড় ধরনের উদ্বেগের বিষয়। এ ধরনের কার্যক্রমের বিরুদ্ধে মার্কিন কর্তৃপক্ষ আরও কঠোর ব্যবস্থা নিতে পারে।’

ওপেনএআই তাদের এক বিবৃতিতে জানিয়েছে, চীন ও অন্যান্য দেশ নিয়মিত মার্কিন এআই কোম্পানির মডেল থেকে তথ্য সংগ্রহের চেষ্টা করছে। যা মেধাস্বত্ব লঙ্ঘনের শামিল। তারা এই কার্যক্রম রোধ করতে মার্কিন সরকারের সহায়তা চেয়েছে।

এদিকে, মার্কিন নৌবাহিনী তাদের কর্মীদের ডিপসিকের সেবা ব্যবহার থেকে নিষিদ্ধ করেছে, নিরাপত্তা ও নৈতিক উদ্বেগের কারণে। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট জানিয়েছেন, মার্কিন কর্মকর্তারা এই বিষয়ে আরও তদন্ত করছেন, ডিপসিক যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করছে কি না তা নিশ্চিত করতে। 

এমজে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর