Logo

ধর্ম

পবিত্র কোরআন তিলাওয়াত। পারা-১৭

Icon

ধর্ম ডেস্ক

প্রকাশ: ১৮ মার্চ ২০২৫, ১৭:২৫

পবিত্র কোরআনের ১১৪টি সুরাকে ৩০ ভাগে ভাগ করা হয়েছে। পরিভাষায় যেগুলোকে পারা বলা হয়। মাহে রমজানে বাংলাদেশের খবরের পাঠক-শ্রোতাদের দিনে এক পারা করে তিলাওয়াত উপহার দেওয়া হবে ইনশাআল্লাহ। তিলাওয়াত করেছেন রাজধানী ঢাকার মিরপুরে অবস্থিত মাদরাসাতুল মারওয়াহর প্রতিষ্ঠাতা মুহতামিম হাফেজ মাওলানা কারী মাঈনুদ্দীন ওয়াদুদ। 

মঙ্গলবার (১৭ রমজান, ১৮ মার্চ) রইল ১৭তম পারার তিলাওয়াত। আজকের তিলাওয়াতে রয়েছে সুরা আম্বিয়া ও সুরা হজ। 

সুরা আম্বিয়ার সারমর্ম
সুরা আম্বিয়া (নবীগণ) পবিত্র কোরআনের একুশতম সুরা। এই সুরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে এবং এর আয়াত সংখ্যা ১১২টি।

 কোনো বিশেষ আয়াত থেকে এ সুরার নামকরণ করা হয়নি। এই সুরায় যেহেতু অনেক নবীর কথা বর্ণনা করা হয়েছে, তাই এর নাম রাখা হয়েছে ‘আল আম্বিয়া’।

মহানবী (সা.) ও কুরাইশদের মধ্যে যে বিবাদ ছিল, তা এখানে প্রতিফলিত হয়েছে। কুরাইশরা রাসুল (সা.)-এর রেসালতের দাবি, আখেরাতে বিশ্বাস ও তাওহীদের বিরুদ্ধে মনে যে অবিশ্বাস ও সন্দেহ করত, তার বিরুদ্ধে জবাব দেওয়া হয়েছে। এই সুরায় তারা মুহাম্মদ (সা.)-কে যে ভয়প্রদর্শন করত তার বিরুদ্ধে ভয় এবং চরম শাস্তির কথা বলা হয়েছে। তাদের উদ্দেশ্যে বলা হয়েছে, যাকে তোমরা শত্রু মনে করছো তিনি তোমাদের জন্য রহমতস্বরূপ।

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

পবিত্র কোরআন তিলাওয়াত রমজান

পবিত্র কোরআন তিলাওয়াত

আরও পড়ুন
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর