"শিগগিরই আমরা আর আপনাকে আমাদের খবর বা মৃত্যুর সংবাদ দিয়ে বিরক্ত করব না। আর কেবল কয়েকটা দিন, তারপর
সবাই চলে যাবে। ইচ্ছা হলে আমাদের জন্য দোয়া করবেন।"
এ যেন এক আশাহত গাজাবাসীন্দার আর্তনাদ। এমনই একটি পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
শুধু একটি নয়, এমন আরও অসংখ্য পোস্ট রয়েছে গাজাবাসীর। তাদের এমন করুন পরিস্থিতি দেখে উদ্বিগ্ন বেশির ভাগ মানুষ।
সবার মুখে একই কথা, তবে কি চিরতরে মুছে যাবে গাজাবাসী?