
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৩ মার্চ ২০২৫, ১০:২৩
-67df8ccf8b939.jpg)
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে যাত্রীদের সুবিধা দিতে এবং রেল ভ্রমণকে উৎসাহিত করতে পাকিস্তান রেলওয়ে (পিআর) ট্রেনের ভাড়ায় ২০ শতাংশ ছাড় ঘোষণা করেছে।
শনিবার (২২ মার্চ) প্রকাশিত এক সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঈদের প্রথম তিন দিন এই ছাড় কার্যকর থাকবে এবং এটি সকল মেইল, এক্সপ্রেস ও আন্তঃনগর ট্রেনের জন্য প্রযোজ্য হবে।
অগ্রিম টিকিট কাটার ক্ষেত্রেও এই ডিসকাউন্ট কার্যকর থাকবে, তবে ঈদ স্পেশাল ট্রেনের ক্ষেত্রে এটি প্রযোজ্য হবে না। রেলওয়ের সকল বুকিং অফিসকে ভাড়া হ্রাসের এই নির্দেশ কঠোরভাবে বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে, যাতে যাত্রীরা এ সুবিধা যথাযথভাবে পেতে পারেন।
পাকিস্তানের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে ট্রেন ভাড়ায় ছাড় নিম্ন ও মধ্য আয়ের যাত্রীদের জন্য স্বস্তির হবে। এ ছাড়া, ঈদের সময় মহাসড়কে যানজট কমাতে ট্রেন ভ্রমণকে আকর্ষণীয় করতে চায় কর্তৃপক্ষ।
এদিকে, পাকিস্তানে ঈদুল ফিতরের চাঁদ দেখার জন্য ৩০ মার্চ রোববার সন্ধ্যায় কেন্দ্রীয় ও আঞ্চলিক রুয়েত-ই-হিলাল কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে।
সূত্র : জিও নিউজ
ডিআর/বিএইচ