কীভাবে বুঝবেন আপনি স্যান্ডউইচ জেনারেশনের মানুষ কি না?

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশ: ০১ মার্চ ২০২৫, ০৯:৫২

বর্তমানে ৩৫ থেকে ৫৪ বছর বয়সী প্রাপ্তবয়স্কদের মধ্যে একটি নতুন সামাজিক চ্যালেঞ্জ দেখা দিচ্ছে, যাকে ‘স্যান্ডউইচ জেনারেশন’ বলা হচ্ছে। এই প্রজন্মের মানুষদের জীবন হয়ে উঠেছে একাধিক দায়িত্বের ভারে পূর্ণ। তারা একদিকে বৃদ্ধ বাবা-মায়ের দেখভাল করছেন, অন্যদিকে সন্তানদের বড় করতে, তাদের ভবিষ্যত গড়ে তুলতে এবং তাদের প্রয়োজন মেটাতে কাজ করছেন।
স্যান্ডউইচ জেনারেশন শুধু সন্তানদের পড়াশোনার খরচ মেটাতে বাধ্য হচ্ছে না, পাশাপাশি তাদের বৃদ্ধ বাবা-মায়ের চিকিৎসা খরচও তাদের কাঁধে পড়ছে। সংসারের খরচ, ভবিষ্যতের জন্য সঞ্চয় এবং বাবা-মায়ের জন্য পেনশন বা মেডিক্যাল খরচ মেটানোর চাপ একত্রে তাদের জীবনকে অনেক কঠিন করে তুলেছে। এর ফলে তারা অর্থনৈতিক দিক থেকে অস্বস্তিতে পড়ছেন।
এই প্রজন্মের সদস্যরা শুধু অর্থনৈতিক চাপেই ভোগেন না, তাদের মধ্যে মানসিক চাপও প্রবল। বাড়িতে বয়স্ক বাবা-মায়ের শারীরিক সমস্যা এবং সন্তানদের ভবিষ্যত নিয়ে চিন্তা তাদের মনোজগতকে উদ্বিগ্ন করে তোলে। এ ছাড়া কাজের চাপও তাদের মানসিক সুস্থতার ওপর প্রভাব ফেলছে, যার কারণে তারা সারাক্ষণ উদ্বেগে ভুগছেন।
তাদের জীবন হয়ে উঠেছে সময়ের অভাবের মধ্যে। সংসার, কাজ ও পরিবারের দায়িত্ব পালনের মধ্যে নিজেদের জন্য সময় বের করা কঠিন হয়ে পড়ছে। শখ বা ব্যক্তিগত আগ্রহের প্রতি উদাসীন হয়ে পড়ছেন তারা। এই অতিরিক্ত চাপ তাদের শারীরিক স্বাস্থ্যেও প্রভাব ফেলছে।
স্বাস্থ্য নিয়ে চিন্তা করার সময় না পেয়ে, স্যান্ডউইচ জেনারেশন নানা শারীরিক সমস্যায় আক্রান্ত হচ্ছে। উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, এবং মানসিক চাপের ফলে একাধিক শারীরিক সমস্যা বৃদ্ধি পাচ্ছে। সূত্র : এই সময়
এমজে