Logo

লাইফস্টাইল

৯৬ বছরেও কোনো শিশু জন্ম নেয়নি যে দেশে

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ০১ মার্চ ২০২৫, ১১:৫০

৯৬ বছরেও কোনো শিশু জন্ম নেয়নি যে দেশে

ছবি : সংগৃহীত

জনসংখ্যা কমতে শুরু করেছে ইউরোপের দেশগুলোতে। ফলে ভবিষ্যৎ নিয়ে বেশ চিন্তিত দেশগুলোর রাষ্ট্রপ্রধানরা। তবে এসব চিন্তার মাঝেই পাওয়া গেল আরও এক বিস্ময়কর তথ্য। বিগত ৯৬ বছরেও ইউরোপের একটি দেশে কোনও শিশু জন্ম নেয়নি।

ছবির মতো সুন্দর এই দেশের নাম ভ্যাটিকান সিটি। অঙ্ক বলছে, ১৯২৯ সালের পর কোনও নতুন মানুষ জন্ম নেয়নি এই দেশে।

জানা গেছে, ভ্যাটিকান সিটিতে বসবাসকারী শতকরা ৯০ ভাগ মানুষ অস্থায়ী নাগরিক। স্থায়ী নাগরিকত্ব পেতে পারেন না তারা। এই দেশে কোনো হাসপাতাল বা লেবার রুম নেই, যে কারণে এখানে সন্তান জন্ম দেওয়া সম্ভব নয়।

দেশটির নিয়ম অনুসারে, যদি কোনো মহিলা গর্ভবতী হন, তবে তাকে অন্য দেশে নিয়ে গিয়ে সন্তান প্রসব করানো হয়। প্রসবের পর শিশুটি এখানে জন্মগ্রহণ না করায় ভ্যাটিকান সিটির নাগরিকত্ব পায় না।

প্রসঙ্গত, বিশ্বের সবচেয়ে ছোট রাষ্ট্র হিসেবে পরিচিতি ভ্যাটিকান সিটি ১৯২৯ সালের ১১ ফেব্রুয়ারি স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হয়। দেশটির বর্তমান শাসক পোপ। প্রতিষ্ঠার বছরেই

ভ্যাটিকান চরম অর্থনৈতিক সংকটের মুখোমুখি হয়েছিল। তখন থেকেই দেশটির স্বাস্থ্যখাতের উন্নতি হয়নি, ফলে সেখানকার মানুষদের মধ্যে সন্তান ধারণের আগ্রহ কমে গেছে।

এটিআর/


Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর