অ্যারেঞ্জ ম্যারেজে সঙ্গী নিয়ে শঙ্কা? যেভাবে করবেন যাচাই

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশ: ২৩ মার্চ ২০২৫, ১৮:৫৪
-67e0047797550.jpg)
ছবি : সংগৃহীত
মানুষ চিনতে পারা দুরূহ ব্যাপার। অনেক দিন একসাথে থাকলেও দেখা যায় যে তাকে চিনতে ভুল করেছেন। সেই জায়গায় যাকে চিনেন না জানেন না তাকে বিয়ে করার মতো এত বড় সিদ্ধান্ত নিতে ভয় পাওয়া স্বাভাবিক। এক, দুই মাসের পরিচয়ে তো আর বিয়ের পিড়িতে বসা যায় না।
অনেকেই পাত্রপাত্রী দেখতে গেলে বুঝে উঠতে পারেন না কী প্রশ্ন করবেন। অপ্রাসঙ্গিক প্রশ্ন করে সময় নষ্ট হয়। যারা অ্যারেঞ্জ ম্যারেজ ছাড়া কোনো উপায় দেখতে পাচ্ছেন না তারা পাত্রপাত্রী দেখতে গেলে এই ৭টি প্রশ্ন করতে পারেন। এর মাধ্যমে জীবনসঙ্গীর আগাম ধারণা পেয়ে যাবেন। এতে আপনার সিদ্ধান্ত নিতে সুবিধা হবে। যে প্রশ্নগুলো করতে পারেন—
আপনার বাবা-মায়ের সম্পর্কের কোন গুণটি আপনি আপনার সম্পর্কেও আনতে চান?"
এতে আপনি বুঝতে পারবেন আপনার পার্টনারের সম্পর্কের প্রতি দৃষ্টিভঙ্গি কেমন এবং বাবা-মায়ের সম্পর্ক তার ওপর কীভাবে প্রভাব ফেলেছে।
এমন কোন কাজটি সম্পূর্ণরূপে এড়িয়ে চলতে চান?
এতে করে আপনার পার্টনারের সাথে আপনার কোথায় মিল-অমিল আছে সেই সম্পর্কে জানতে পারবেন।
আপনি যখন সিদ্ধান্ত নেন তখন রিসার্চ করেন, পরিবারের সাহায্য নেন, নাকি স্বতঃস্ফূর্তভাবে সিদ্ধান্ত নিয়ে থাকেন?
এতে বুঝা যাবে সে কিসের উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেয়।
আপনার মতে, বিয়েতে দায়িত্ব কীভাবে ভাগাভাগি করা উচিত?
এতে আপনি বুঝতে পারবেন, তিনি তার পার্টনার থেকে কী প্রত্যাশা করেন।
বিয়ের উদ্দেশ্য কি?
এই প্রশ্নের উত্তর শুনলেই আপনি বুঝতে পারবেন, তিনি বিয়েকে কর্তব্য, সামাজিক অবস্থা, সাহচর্য, নাকি আধ্যাত্মিক বৃদ্ধি হিসেবে দেখেন।
যখন আপনার কোনো বন্ধু বা পরিবারের সদস্যের সাথে মতভেদ হয় তখন আপনি কীভাবে তা সমাধান করেন?
এতে তার ঝগড়া মীমাংসা করার দক্ষতা সম্পর্কে ধারণা পাবেন।
আপনার নিজের ব্যাপারে কোন বিষয়টি আপনি সবচেয়ে পছন্দ করেন এবং কোন বিষয়টি একদম পছন্দ করেন না, যা আপনি পরিবর্তন করতে চান?
এতে আপনি বুঝবেন সে কোন বিষয়ে উন্নতি করতে চান।
বিয়ে শুধু একটি সামাজিক বন্ধন নয়, বরং দুইজনের মধ্যে আস্থার, ভালোবাসার, এবং সহযোগিতার একটি দৃঢ় সম্পর্ক। জীবনের অনেকটা পথ একসাথে চলতে হবে। জীবনের বাকি সময়টি যেন সুন্দর হয় তাই জীবনসঙ্গী বাছাই করতে হবে দেখে শুনে। এ সকল প্রশ্নের উত্তর কিছুটা হলেও ব্যক্তি হিসেবে সে কেমন তার ধারণা সহজেই পেয়ে যাবেন।
টিএ