
অনেকেই মনে করেন, ক্রিম ও লোশন একই জিনিস। এটি ভুল ধারণা। দুটির মধ্যে রয়েছে অনেক পার্থক্য। লোশন ও ক্রিমের কাজ করার পদ্ধতিও একেবারেই ভিন্ন।
লোশন ক্রিমের চেয়ে হালকা হয়। লোশনে পানির পরিমাণ বেশি থাকে, মানে লোশন হয় ওয়াটার বেসড। অন্যদিকে, ক্রিম লোশনের তুলনায় অনেকটাই ভারী। এতে তেলের মাত্রা বেশি থাকে। পানির মাত্রা থাকে কম। এর ঘনত্ব লোশনের চেয়ে বেশি থাকে।
লোশনে পানির পরিমাণ বেশি থাকায় এটি তরল আকারের হয়। ফলে এটি ব্যবহার সুবিধাজনক। অন্যদিকে ক্রিম বেশ ঘন হয়।
ক্রিম বা লোশন- যেটাই ব্যবহার করুন না কেন, অবশ্যই আগে ত্বকের ধরন বুঝে নিতে হবে। অর্থাৎ ত্বক শুষ্ক বা তৈলাক্ত হলে কিংবা মিক্সড হলে সেটা বুঝেই লোশন বা ক্রিম ব্যবহার করা উচিত। ত্বক যদি খুব শুষ্ক হয়, তাহলে অয়েল বেসড ক্রিম ব্যবহার করুন। এ ক্ষেত্রে লোশন এড়িয়ে চলাই শ্রেয়।
অন্যদিকে, যদি আপনার ত্বক তৈলাক্ত হয় বা মিশ্র হয়, তাহলে নিশ্চিন্তে লোশন মাখতে পারেন।
এমজে