বাংলাদেশে ঘোড়ার মাংস খাওয়া নিয়ে ভারতীয় সংবাদমাধ্যমের বিস্ময়

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১২ মার্চ ২০২৫, ১২:৪৮
-67d12e5a341be.jpg)
গাজীপুর মহানগরের হায়দারাবাদে মাত্র ২৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে ঘোড়ার মাংস। গরুর মাংসের যেখানে দাম আকাশছোঁয়া, সেখানে ঘোড়ার মাংস এমন সস্তা পেয়ে কেউ কেউ তাতে আগ্রহ দেখাচ্ছেন। আর এই বিষয়টিকেই নেতিবাচকভাবে উপস্থাপন করে একটি প্রতিবেদনের শিরোনাম করেছে ভারতীয় সংবাদমাধ্যম ‘জি ২৪ ঘণ্টা’।
শেখ হাসিনা পতনের পরবর্তী বাংলাদেশকে কটাক্ষ করে ওই প্রতিবেদনের শিরোনাম দেওয়া হয়েছে- ‘বেহাল বদলের বাংলাদেশ, দামি গোরুর বদলে পাতে পড়ছে ২৫০ টাকার ঘোড়া’। চমকপ্রদ এমন শিরোনাম দিলেও প্রতিবেদনের মধ্যে নেতিবাচক কিছু উল্লেখ করতে সক্ষম হয়নি সংবাদমাধ্যমটি।
মূল খবরে স্বাভাবিক তথ্যগুলোই তুলে ধরেছে তারা। ‘জি ২৪ ঘণ্টা’ উল্লেখ করেছে, বাংলাদেশে গোরুর মাংসের দাম আকাশছোঁয়া। কোথাও ৬০০ টাকা, কোথাও তার থেকেও বেশি। তাই বলে ঘোড়া! গাজিপুরের হায়দারাবাদে দেদার বিক্রি হচ্ছে ঘোড়ার মাংস।
ক্রেতাদের উদ্ধৃতি দিয়ে সংবাদমাধ্যমটি জানিয়েছে, অনেকেই বলছেন গরুর মাংসের মতোই খেতে ভালো ঘোড়ার মাংস। দাম অনেক কম। ফলে ঘোড়ার মাংসের চাহিদা বাড়ছে মানুষের মধ্যে। অনেকে লুকিয়ে চুরিয়ে নিয়ে যাচ্ছেন বাড়িতে। এর উল্টোদিকে অনেকে আবার ইতস্থত করছেন খাবেন কিনা। অনেকে বলছেন, রুচি হয় না। কেউ কেউ আবার বলছেন, ঘাস খেকো প্রাণী, না খাওয়ার কী আছে?
ডিআর/বিএইচ