ইউক্রেনে রাশিয়ার হামলা, শিশুসহ নিহত ১৮

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৫, ১০:২২

ছবি : রয়টার্স
ইউক্রেনের মধ্যাঞ্চলীয় শহর ক্রিভি রিহ-তে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় শিশুসহ অন্তত ১৮ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার (৪ এপ্রিল) প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির নিজ শহরে এ হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে গার্ডিয়ান।
ইউক্রেনের আঞ্চলিক গভর্নর সেরহিয়ি লিসাক জানান, ক্ষেপণাস্ত্রটি আবাসিক এলাকায় আঘাত হানে। এতে বাড়িঘর ধসে পড়ে এবং বিভিন্ন জায়গায় আগুন ধরে যায়। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৫০ জন। এর মধ্যে ৩০ জনের বেশি হাসপাতালে ভর্তি রয়েছেন।
হামলার পর এক ভিডিওবার্তায় প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, ‘সব রুশ প্রতিশ্রুতি শেষ হয় ক্ষেপণাস্ত্র, ড্রোন, বোমা বা গোলাবর্ষণের মধ্য দিয়ে। কূটনীতি তাদের কাছে কোনো অর্থ বহন করে না।’
তিনি জানান, এখনো উদ্ধার কার্যক্রম চলছে। এই ধরনের হামলা ঠেকাতে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও সক্রিয় ভূমিকা প্রয়োজন।
এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, ওই হামলায় একটি সামরিক স্থাপনাকে লক্ষ্য করা হয়েছিল। তবে ইউক্রেনীয় সামরিক বাহিনী একে 'মিথ্যা তথ্য' বলে আখ্যায়িত করেছে। তাদের দাবি, ক্ষেপণাস্ত্রটি সরাসরি আবাসিক এলাকার একটি খেলার মাঠে আঘাত হানে।
স্থানীয় প্রশাসক ওলেক্সান্ডার ভিলকুল জানিয়েছেন, ক্ষেপণাস্ত্র হামলার কিছুক্ষণ পর রাশিয়া ড্রোন দিয়ে নতুন করে হামলা চালায়। এতে চারটি বসতবাড়িতে আগুন লাগে। এক বৃদ্ধা নিজ ঘরে মারা যান, আহত হন আরও পাঁচজন।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, ‘আমরা যাচাই করছি রাশিয়া সত্যিই শান্তি চায় কি না। ওদের কাজ দিয়েই তা বোঝা যাবে।’
তিনি জানান, এখনো পর্যন্ত রাশিয়ার কার্যকলাপ শান্তির পথে কোনো ইতিবাচক বার্তা দেয় না। এদিকে ট্রাম্পের উপদেষ্টারা প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে যোগাযোগের বিষয়ে সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন।
এটিআর/