দীর্ঘ ২০ বছর পর ফেনীর সোনাগাজী বিএনপিতে ঐক্য হয়েছে। ঐক্যবদ্ধ আয়োজনে এবার বিজয় দিবস পালনের প্রস্তুতি নিয়েছেন সর্বস্তরের নেতাকর্মীরা। নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ দেখা দিয়েছে। মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজন করা হয়েছে কাঙালি ভোজের।
বিভেদ ভুলে সোনাগাজীতে সরব হচ্ছেন বিএনপির সর্বস্তরের নেতাকর্মীরা। হাসপাতাল গেইট কমিউনিটি সেন্টার ও তৎসলগ্ন এলাকা আলোক সজ্জায় সজ্জিত করা হয়েছে। ইতোমধ্যে একটি গরু জবাই দেওয়া হয়েছে। দলমত নির্বিশেষে সর্বস্তরের নেতাকর্মীদের সব ভেদাভেদ ভুলে কাঙালি ভোজে অংশ নেওয়ার অনুরোধ জানিয়েছেন আয়োজকরা।
রোববার (১৫ ডিসেম্বর) রাত আটটায় হাসপাতালের সামনে কমিউনিটি সেন্টারে এ ভোজ করানো হবে। আয়োজকদের মধ্যে বিএনপি নেতা আলমগীর হোসেন, পৌর বিএনপির সভাপতি আবুল মোবারক দুলাল, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল হক, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, আলা উদ্দিন, পৌর যুবদলের সাবেক যুগ্মসাধারণ সম্পাদক খুরশিদ আলম, জাহাঙ্গীর আলম করা, নুর কাসেম চানধন, মিজানুর রহমান সাগর, আরিফুল ইসলাম, কাজী মিজানুর রহমান, মোর্তুজা হোসেন স্বপন ও সাহেদুল ইসলাম সাহিদ রয়েছেন। অনুষ্ঠানে থাকার জন্য সবাইকে অনুরোধ জানিয়েছেন তারা।
এমজে