নওগাঁয় হেরোইনসহ মাদক কারবারি পাইলট আটক

নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: ০১ মার্চ ২০২৫, ১৫:৫৭

নওগাঁর মান্দায় হেরোইনসহ পাইলট (৩১) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা শাখা ডিবি পুলিশ।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) দিবাগত রাতে উপজেলার দেলুয়াবাড়ি হাট এলাকা নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আটক পাইলট মান্দা উপজেলার কুসুম্বা ইউনিয়নের দেলুয়াবাড়ি গ্রামের আব্দুল মজিদ হোসেনের ছেলে।
নওগাঁ জেলা গোয়েন্দা শাখা (ডিবি পুলিশ) ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল মান্নান জানান, গ্রেপ্তার পাইলট একজন চিহ্নিত মাদক কারবারি। তার বিরুদ্ধে মান্দা থানায় মাদক, মার্ডার এবং চাঁদাবাজিসহ ৮টি মামলা রয়েছে। রাতে গোপন সংবাদের ভিত্তিতে তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার রুম থেকে ২০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
ওসি আরও জানান, গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে মান্দায় থানায় মামলা দায়ের করে জেল হাজতে পাঠানো হবে।
এম এ রাজ্জাক/এমএইচএস