গাজীপুরে কারখানার শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: ১২ মার্চ ২০২৫, ১২:১১

ছবি : বাংলাদেশের খবর
গাজীপুরের শ্রীপুরে চার দফা দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন খান টেক্স কারখানার শতাধিক শ্রমিক। বুধবার (১২ মার্চ) সকাল সাড়ে ৮টা থেকে উপজেলার মাওনা ইউনিয়নের মাওনা-কালিয়াকৈর আঞ্চলিক সড়কের সলিং মোড় এলাকায় এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
অবরোধের কারণে যানবাহন আটকা পড়ে মাওনা-কালিয়াকৈর আঞ্চলিক মহাসড়কে তীব্র যানজট ও ভোগান্তির সৃষ্টি হয়। পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর হস্তক্ষেপের পরও শ্রমিকরা প্রায় তিন ঘণ্টা ধরে সড়ক ছেড়ে যাননি।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শ্রমিক জানান, একাধিক অপারেটর পাঁচ মাস ধরে বেতন পাচ্ছেন না। তারা গহনা বন্ধক রেখে কাজ করছেন। এভাবে কি জীবন চলে?
আন্দোলনরত শ্রমিকরা জানান, তারা দুই মাসের বকেয়া বেতন, ছুটির টাকা, হাজিরা বোনাস ও ঈদ বোনাস পরিশোধের তারিখ ঘোষণার দাবিতে সড়ক অবরোধ করেছেন। তারা কারখানা কর্তৃপক্ষের কাছে তাদের সকল দাবি মেনে নেওয়ার আশ্বাস পেলে তবেই সড়ক অবরোধ প্রত্যাহার করবেন।
শ্রমিকরা জানান, কারখানার মালিক পক্ষ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদের দাবিগুলো মেনে নিলে এরপরই তারা অবরোধ তুলে নেবেন।
শ্রমিক ও পুলিশ জানান, মাওনা দক্ষিণ বারতোপা এলাকায় অবস্থিত খান টেক্স লিমিটেড কারখানার শ্রমিকরা দীর্ঘদিন ধরে তাদের দুই মাসের বকেয়া বেতন, ঈদ বোনাস, হাজিরা বোনাস ও বাৎসরিক ছুটির টাকা, মাতৃত্বকালীন ছুটির টাকার পরিশোধের দাবি জানিয়ে আসছিলেন। কিন্তু মালিক পক্ষ তাদের কোনো আশ্বাস না দিয়ে তালবাহানা করছেন।
শ্রমিকরা অভিযোগ করেন, রমজান মাসে কষ্ট করে কাজ করছেন। তবে বকেয়া বেতন পাওয়ার কোনো আশ্বাস না পেয়ে তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মন্ডল বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়েছি। শ্রমিকদের সাথে কথা বলেছি। শ্রমিকরা দাবি জানিয়েছেন কারখানা কর্তৃপক্ষকে সরেজমিনে এসে তাদের দাবি মেনে নিলে তবেই তারা সড়ক অবরোধ প্রত্যাহার করবেন।
সোহেল/এমবি