যুবদল নেতার বিরুদ্ধে ১২ ট্রাক স্ক্র্যাপ লুটের অভিযোগ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:০৪

ছবি : বাংলাদেশের খবর
চট্টগ্রামের মিরসরাইয়ে যুবদলনেতা সিরাজুল ইসলামের বিরুদ্ধে এক ব্যবসায়ীর ১২ ট্রাক স্ক্রাপ (ডাস্ট) লুটের অভিযোগ উঠেছে।
বুধবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সোনাপাহাড় এলাকায় বিএসআরএম ফ্যাক্টরি থেকে স্ক্র্যাপ বোঝাই করে ট্রাকগুলো বের হওয়ার পর ঠাকুরদিঘী এলাকায় এ লুটের ঘটনা ঘটে। লুট হওয়া স্ক্রাপের আনুমানিক মূল্য প্রায় ৩০ লাখ টাকা।
স্ক্রাপের মালিক মক্কা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. নুর নবী জানান, বিএসআরএম থেকে ১২টি ড্রাম ট্রাকে স্ক্রাপ বোঝাই করে সীতাকুণ্ডের ভাটিয়ারিতে নেওয়া হচ্ছিল। তবে পথিমধ্যে যুবদল নেতা সিরাজুল ইসলামের নির্দেশে ৭০-৮০ জন অস্ত্রধারী সন্ত্রাসী চালকদের জিম্মি করে ট্রাকের মালামাল লুট করে নেয়।
তিনি অভিযোগ করেন, এর আগেও (১৫ ও ২০জানুয়ারি) সিরাজের স্ত্রীর ভাই জামালের নেতৃত্বে তার ৭টি ড্রাম ট্রাক স্ক্রাপ লুট করা হয়। এ বিষয়ে তিনি জোরারগঞ্জ, মিরসরাই ও সীতাকুণ্ড থানায় লিখিত অভিযোগ দিলেও কোনো সহযোগিতা পাননি বলে জানান।
অভিযুক্ত যুবদলনেতা সিরাজুল ইসলাম অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমি এ ঘটনার সঙ্গে কোনোভাবেই জড়িত নই। ঘটনার সময় আমি থানায় ওসিকে বিদায় জানাতে উপস্থিত ছিলাম। প্রয়োজনে ওসির কাছ থেকে বিষয়টি জানা যেতে পারে।’
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম শিফাতুল মাজদার জানান, পুলিশের একটি টিম ঘটনাস্থলে উপস্থিত ছিল। তবে লুটকারীদের সঙ্গে ড্রাম ট্রাক চালকদের যোগসাজশ থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তিনি বলেন, ‘যদি চালকরা পুলিশের পেছনে থেকে সহযোগিতা চাইতো, তাহলে হয়তো লুট ঠেকানো যেত। কিন্তু তারা কেন গাড়ি থামাল?’
ভুক্তভোগী ব্যবসায়ী এ ঘটনায় মামলা করার প্রস্তুতি নিচ্ছেন।
সাফায়েত মেহেদী/এটিআর