আলফাডাঙ্গায় কুরআন তিলাওয়াত ও ইসলামী সঙ্গীত প্রতিযোগিতা

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:২৩
-67bc1e59455c9.jpg)
ছবি : বাংলাদেশের খবর
ফরিদপুরের আলফাডাঙ্গার ধলাইরচর দরবার শরিফে ৫০তম ঈসালে ছাওয়াব মাহফিল উপলক্ষে পবিত্র কুরআন তিলাওয়াত ও ইসলামী সঙ্গীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে ধলাইরচর দরবার শরীফের মাদ্রাসা প্রাঙ্গণে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে রাতে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
প্রতিযোগিতায় আলফাডাঙ্গা ও কাশিয়ানী উপজেলার বিভিন্ন মাদ্রাসার শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এরপর কুরআন তিলাওয়াতে শিক্ষার্থীরা তিনটি গ্রুপে বিভক্ত হয়ে যথাক্রমে ১০ পারা, ২০ পারা ও ৩০ পারা গ্রুপে অংশ নেন। দক্ষ বিচারকমণ্ডলীর মাধ্যমে প্রতি গ্রুপ থেকে তিনজন করে মোট ৯ জন ও ইসলামী সঙ্গীত প্রতিযোগিতায় তিনজনকে বিজয়ী ঘোষণা করে পুরস্কৃত করা হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ধলাইরচর দরবার শরীফের পীর সাহেব মুহাদ্দিস মুফতি রাকিবুল হাসান রাকিবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন জনপ্রিয় ইসলামী বক্তা মীর হাবিবুর রহমান যুক্তিবাদী।
এছাড়াও উপস্থিত ছিলেন আলফাডাঙ্গা হাইস্কুল জামে মসজিদের খতিব মাওলানা বরকত আলী, মাওলানা মারুফ শেখ, মাওলানা আবু মুসা ও হাফেজ আল-আমীন ফরিদী প্রমুখ।
এমআই
প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন