ইউনূস-মোদির বৈঠককে ‘আশার আলো’ বললেন মির্জা ফখরুল

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৫, ২৩:২৪
-67f015c0483c1.jpg)
ব্যাংককে বিমসটেক শীর্ষ সম্মেলনের ফাঁকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠককে ‘আশার আলো’ হিসেবে দেখছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার (৪ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মির্জা ফখরুল বলেন, ‘বর্তমান ভূ-রাজনীতি ও আঞ্চলিক প্রেক্ষাপটে এই বৈঠক নতুন সম্ভাবনার দ্বার খুলে দিতে পারে। দুই দেশের মধ্যে যে তিক্ততা তৈরি হয়েছিল, এই বৈঠকে সেটি হ্রাস পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।’
তিনি আরও বলেন, ‘আমি যতটুকু দেখেছি, এতে মনে হয়েছে দুইজনই আন্তরিকভাবে আলোচনা করেছেন এবং এই আন্তরিকতা নিঃসন্দেহে বাংলাদেশ ও ভারতের সাধারণ মানুষের কল্যাণে কাজে আসবে।’
তিনি ইউনূস-মোদি বৈঠককে ‘খুবই আনন্দের’ ঘটনা উল্লেখ করে বলেন, এটি বাংলাদেশ-ভারতের দ্বিপাক্ষিক সম্পর্কে একটি ইতিবাচক মোড় আনতে পারে।
এ সময় ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক, সহ-সাংগঠনিক সম্পাদক শরীফুল আলমসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ সেখানে উপস্থিত ছিলেন।