‘বাংলাদেশকে আর দুর্নীতিতে চ্যাম্পিয়ন দেখতে চাই না’

চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ: ২১ মার্চ ২০২৫, ১১:৪৯

শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান বলেছেন, আমাদের উচিত ঐক্যবদ্ধ আন্দোলন করে আগামীর নতুন বাংলাদেশ গঠন করা। আমরা চাই না বাংলাদেশ আর দুর্নীতিতে চ্যাম্পিয়ন হোক। আমরা চাই ন্যায় ও ইনসাফ ভিত্তিক রাজনীতি। সততা, ন্যায়পরায়ণতা ও জনগণের চিন্তাকে ধারণ করে রাজনীতি করতে হবে।
বৃহস্পতিবার (২০ মার্চ) সন্ধ্যায় জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা শাখার উদ্যোগে রাজনৈতিক নেতা ও বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে আয়োজিত ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ছাত্রশিবিরের সাবেক সভাপতি আরও বলেন, রমজান মাস তাকওয়া অর্জনের মাস। কিন্তু বিগত সাড়ে ১৫ বছর ইসলামবিদ্বেষী শেখ হাসিনা সরকার তাকওয়ার পরিবেশ দিতে পারেনি। তারা শিক্ষা থেকে শুরু করে সর্বক্ষেত্রে ইসলাম বিমুখ করতে চেয়েছে। আমরা এখন নতুন পরিবেশ পেয়েছি।
আতিকুর রহমান বলেন, বিগত ১৫ বছর সবচেয়ে বেশি জুলুমের শিকার হয়েছে জামায়াতে ইসলামী। আমরা আমাদের শীর্ষ নেতাদের হারিয়েছি। তারপরও ক্ষণিকের জন্যেও ফ্যাসিস্টের সাথে আপস করিনি। আমরা মনে করি, আমাদের নতুন সংগ্রাম হবে এ বাংলাদেশকে গড়তে ওই ফ্যাসিস্টের বিরুদ্ধে আপোষহীন লড়াই করা।
তিনি আরও বলেন, আমরা চাই না এমন কোনো রাজনৈতিক দল আর ক্ষমতায় আসুক, যারা জনগণকে শোষণ করবে এবং দেশের সম্পদ বিদেশে পাচার করবে। আমরা মনে করি, আমাদের দেশের সম্পদ কাজে লাগাতে হবে। আসুন রমজান মাসের শিক্ষাকে কাজে লাগিয়ে আগামীর বাংলাদেশকে ইসলামের আলোকে, সততার সাথে কল্যাণকর রাষ্ট্র হিসেবে গড়ে তুলি।
ফিলিস্তিনের যুদ্ধ বিষয়ে এ শ্রমিক নেতা বলেন, আন্তর্জাতিক নিয়ম-নীতি উপেক্ষা এবং যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করে ইহুদিরা ফিলিস্তিনে বর্বরোচিত হামলা চালাচ্ছে। আমরা আহ্বান জানাবো মুসলিম সম্প্রদায়ের প্রতি, জাতিসংঘের প্রতি অবিলম্বে এ হামলা বন্ধ করার উদ্যোগ গ্রহণ করুন।
তিনি আরও বলেন, বাংলাদেশের অন্তর্ভুক্তি সরকারকে বলব, আপনারা রাষ্ট্রীয়ভাবে উদ্যোগ গ্রহণ করুন। বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ। আমাদের দায়িত্ব হচ্ছে রাষ্ট্রীয়ভাবে এর সর্বোচ্চ প্রতিবাদ জানানো।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা জামায়াতের আমির মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী। এতে সঞ্চালনায় ছিলেন সেক্রেটারি অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন জামায়াতে ইসলামীর কুমিল্লা অঞ্চল টিম সদস্য নজরুল ইসলাম খাদেম ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক এড. সলিম উল্লাহ সেলিম।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন চাঁদপুর জেলা জামায়াতের সাবেক আমির মাওলানা আব্দুর রহিম পাটওয়ারী, জেলা জামায়াতের নায়েবে আমির অ্যাডভোকেট মাসুদুল ইসলাম বুলবুল, গণফোরামের জেলা সভাপতি অ্যাডভোকেট সেলিম আকবর, হেফাজতে ইসলাম জেলার সহসাধারণ সম্পাদক মাওলানা আব্দুস সালাম, প্রেসক্লাবের সভাপতি রহিম বাদশা, ইসলামী আন্দোলনের নেতা ইয়াছিন আরাফাত, খেলাফত মজলিসের সহ-সভাপতি মাহমদ উল্লাহ ও গণঅধিকার পরিষদ জেলা সভাপতি কাজী রাসেল।
বিশ্ব মুসলিম উম্মাহ, দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুহাদ্দিস আবু নছর আশরাফি।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন পর্যায়ের প্রশাসনিক কর্মকর্তা, শিক্ষক, চিকিৎসক, সাংবাদিক, আইনজীবী, ব্যবসায়ী ও আলেম উলামারা।
আলআমিন ভূঁইয়া/এমবি