চট্টগ্রামের ২০ গ্রামে ঈদুল ফিতর উদযাপিত

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশ: ৩০ মার্চ ২০২৫, ১৪:২১
-67e8fef925e42.jpg)
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাথে মিল রেখে চট্টগ্রামের পটিয়া, সাতকানিয়া, চন্দনাইশ, লোহাগাড়া, বাঁশখালী, বোয়ালখালী, আনোয়ারাসহ ২০ গ্রামে আজ পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন সাতকানিয়া উপজেলার মির্জাখীল দরবার শরীফের অনুসারীরা।
সাতকানিয়া উপজেলার মির্জাখীল দরবার শরীফের অনুসারীরা দীর্ঘদিন যাবত সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদুল ফিতর পালন করে আসছেন।
এরই ধারাবাহিকতায় রোববার (৩০ মার্চ) সকাল ৯টায় চন্দনাইশ কাঞ্চননগর জাঁহাগিরিয়া দরবার শরীফ ময়দানে মাওলানা মুহাম্মদ আলী শাহ্এ-র ইমামতিতে পবিত্র ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়। এর আগে বিভিন্ন বয়সী ধর্মপ্রাণ মুসল্লিরা মসজিদে যান। মসজিদের ইমাম নামাজের আগে পবিত্র ঈদুল ফিতরের তাৎপর্য তুলে ধরে খুতবা পাঠ করেন।
নামাজ শেষে দেশ ও জাতীর মঙ্গল কামনায় বিশেষ দোয়া করা হয়।
বিশ্বের যেকোনো স্থানে চাঁদ দেখা যাওয়ার ভিত্তিতে রমজান মাস শুরু ও ঈদ উদযাপন করে থাকে দক্ষিণ চট্টগ্রামের ২০ গ্রামের মানুষ।
এএইচএস/এমএইচএস