Logo
Logo

সারাদেশ

ফেনীর জেলা প্রশাসকের অপসারণের দাবিতে বিক্ষোভ

Icon

ফেনী প্রতিনিধি

প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৪, ০৯:৪৩

ফেনীর জেলা প্রশাসকের অপসারণের দাবিতে বিক্ষোভ

ছবি : প্রতিনিধি

ফেনীর জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তারের অপসারণ ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে জেলার বিপ্লবী শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (৭ নভেম্বর) শহরের ট্রাংক রোডে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে অবস্থান করে শিক্ষার্থীরা।

বিপ্লবী ছাত্র সমাজের নাঈম ফরায়েজির সঞ্চালনায় বিক্ষোভ পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন ফেনী সরকারি কলেজের শিক্ষাার্থী আবু জাফর, সৌরভ হোসেন শাকিল, নাইমুল ইসলাম, ফেনী পলিটেকনিক ইনস্টিটিউটের রফিকুল ইসলাম রাতুল, আইসিএসটির সালে উদ্দিন শাওন, ফেরকান উদ্দিন সিয়াম প্রমুখ ।

এসময় ডিসি শাহীনা আক্তারকে মহিপালে গণহত্যার প্রধান সহযোগি ও ২৪ এর বন্যার নিরব দর্শক, দুর্নীতিগ্রস্ত উল্লেখ করে তার অপসারণ ও বিচারের দাবি জানিয়ে তারা বলেন, গত ৪ আগস্ট দুইজন ম্যাজিষ্ট্রেটের উপস্থিতিতে ফেনী শহরের মহিপালে শান্তিপূর্ণ আন্দোলনে ছাত্র-জনতার উপর গুলিবর্ষণে ১৩ জন শহীদ হয়েছেন। 

তাদের দাবি, ওই সময় ডিসি শাহীনার নির্দেশনা না পাওয়ায় ম্যাজিষ্ট্রেট ও পুলিশ বাহিনী কোন ধরনের সহায়তা করেনি। তাছাড়া এখন পর্যন্ত খুনীদের বিচারের আওতায় আনা হয়নি। জেলা প্রশাসন থেকে হতাহতদের পরিবারকেও সহায়তা করা হচ্ছেনা।

তারা আরও বলেন, “ছাত্রসমাজ দাবি পূরণে শান্তিপূর্ণভাবে আন্দোলন করছে। আমরা সহিংসতায় বিশ্বাসী নয়। ১৬ জুলাই ফেনীতে যৌক্তিক দাবীতে মিছিল করতে চেয়েছিল, সেদিন পুলিশ অন্যায়ভাবে তাদের উপর হামলা চালিয়েছে। এরপর ১৭ জুলাই শহীদ মিনারে ৫৪ জনকে আটকে রেখে নির্যাতন করেছে ছাত্রলীগ। এরপর পিটিআই মাঠে সকাল থেকে বিকাল পর্যন্ত বন্দি করেছিল।

১৮ তারিখেও পুলিশ শিক্ষার্থীদের উপর হামলা চালিয়েছে। অথচ,স্বৈরাচারী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার তিনমাস পার হলেও এতদিন পর্যন্ত এসব ঘটনার কোন আইনি ব্যবস্থা নেওয়া হয়নি। যে অন্যায় করে এবং যে অন্যায়কে প্রশ্রয় দেয়, তারা উভয়ই সমান অপরাধী।

শেষে জেলা প্রশাসকের কার্যালয় ও আদালত প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীরা।

ওয়াইএএস/এমআই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর