
চরকির জনপ্রিয় ওয়েবসিরিজ ‘মাইশেলফ অ্যালেন স্বপন’ প্রথম সিজন শেষ হয়েছিল রহস্য রেখে। সিরিজটির শেষ দৃশ্যে স্বপন একটি মুখ ঢাকা ব্যক্তির সঙ্গে কথা বলছিলেন, যার পরিচয় এবং উদ্দেশ্য নিয়ে দর্শকদের মনে ছিল অনেক প্রশ্ন। এবার সেই রহস্যের জট খুলতে আসছে ‘মাইশেলফ অ্যালেন স্বপন ২’।
আসন্ন ঈদুল ফিতরে মুক্তি পাবে এই সিরিজটি। স্ট্রিম হবে যথারীতি চরকি প্ল্যাটফর্মে। নতুন সিজনে স্বপনের চরিত্র আরও জটিল এবং ভয়ঙ্কর রূপে হাজির হবে বলে জানিয়েছেন নির্মাতা শিহাব শাহীন।
প্রথম সিজনে চট্টগ্রামের মাদক ব্যবসায়ী থেকে মানি লন্ডারিংয়ের হোতা হয়ে ওঠার কাহিনী তুলে ধরা হয়েছিল। নতুন সিজনে সেই স্বপনের কর্মকাণ্ডের পরিসর আরও বড় হতে পারে এবং তার কাজের ধরনও বদলাতে পারে। চরিত্রটির অন্ধকার দিক আরও গভীর হবে বলে জানিয়েছেন অভিনেতা নাসির উদ্দিন খান, যিনি অ্যালেন স্বপন চরিত্রে অভিনয় করছেন। তিনি বলেন, ‘নতুন সিজনে চরিত্রটি আরও ভয়ংকর রূপে আসছে এবং তার দুষ্টু স্বভাবের ধারাবাহিকতা বজায় থাকবে।’
‘মাইশেলফ অ্যালেন স্বপন’ সিরিজটি ‘সিন্ডিকেট’ সিরিজ থেকে স্পিন-অফ হিসেবে নির্মিত হয় এবং এর প্রথম সিজন দর্শকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে।
নির্মাতা শিহাব শাহীন জানান, ‘দ্বিতীয় সিজনের নির্মাণ ছিল চ্যালেঞ্জিং, তবে সেই চ্যালেঞ্জগুলো আমাকে নতুনভাবে ভাবতে শিখিয়েছে। প্রথম সিজনের সফলতার পর দ্বিতীয় সিজন নিয়ে দর্শকদের আশা অনেক। আমি আশা করি তারা নিরাশ হবেন না।’
প্রথম সিজনে অভিনয় করা রাফিয়াত রশিদ মিথিলা, আইমন শিমলা, ফরহাদ লিমন, অর্ণব ত্রিপুরা দ্বিতীয় সিজনেও ফিরবেন। এছাড়া নতুন কিছু অভিনয়শিল্পীও যোগ হয়েছেন, যাদের নাম শিগগিরই ঘোষণা করা হবে।
দর্শকদের জন্য রহস্যময়, নাটকীয় এবং উত্তেজনাপূর্ণ অভিজ্ঞতা নিয়ে ‘মাইশেলফ অ্যালেন স্বপন ২’ আসন্ন ঈদে চরকিতে মুক্তি পাবে।
এমএইচএস