নতুন দলের নিবন্ধন নিয়ে ইসির গণবিজ্ঞপ্তি স্থগিত

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১৮ মার্চ ২০২৫, ১২:৪৯
অ

নতুন রাজনৈতিক দল নিবন্ধনের জন্য নির্বাচন কমিশন (ইসি) কর্তৃক জারি করা গণবিজ্ঞপ্তির কার্যকারিতা স্থগিত করেছেন হাইকোর্ট। একইসঙ্গে এই গণবিজ্ঞপ্তি কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।
মঙ্গলবার (১৮ মার্চ) বিচারপতি আকরাম হোসেন চৌধুরীর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আদালতের এই সিদ্ধান্তের ফলে নির্বাচন কমিশনের জারি করা গণবিজ্ঞপ্তি বর্তমানে স্থগিত রয়েছে।
নির্বাচন কমিশন সম্প্রতি নতুন রাজনৈতিক দল নিবন্ধনের জন্য একটি গণবিজ্ঞপ্তি জারি করে। এই বিজ্ঞপ্তিতে নতুন দলগুলোকে নির্দিষ্ট শর্ত পূরণ করে নিবন্ধনের জন্য আবেদন করতে বলা হয়। তবে এই বিজ্ঞপ্তি জারির পরই বিভিন্ন মহল থেকে এর বৈধতা ও প্রক্রিয়া নিয়ে প্রশ্ন ওঠে।
- এনএমএম/এমজে
প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন