আশিয়ান গ্রুপের দোয়া ও ইফতার মাহফিল

ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ১৬ মার্চ ২০২৫, ১২:৫৭

মাহে রমজান উপলক্ষে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো আশিয়ান গ্রুপ আয়োজিত দোয়া ও ইফতার মাহফিল। এ সময় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সুস্থতার জন্য বিশেষ দোয়া করা হয়।
শনিবার (১৫ মার্চ) আশিয়ান মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণে এ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, পেশাজীবী, সাংবাদিক, আশিয়ান গ্রুপের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর নেতা অধ্যাপক আশরাফুল হক বলেন, আশিয়ান সিটি ও মানবকণ্ঠ আমাদের মতো গত ফ্যাসিবাদী সরকারের আমলে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে, অনেক নির্যাতিত হয়েছে। ৫ আগস্টের পর নতুন একটি পরিবেশ তৈরি হয়েছে। নতুন পরিবেশে আশিয়ান ও মানবকণ্ঠ উজ্জ্বল ভূমিকা রেখে মানুষের পাশে দাঁড়াবে।
বিএনপির চেয়ারপার্সনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান বলেন, আওয়ামী সরকারের সময় আশিয়ান গ্রুপসহ বাংলাদেশের অনেক ব্যবসায়ী প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। আশিয়ান গ্রুপের মানবকণ্ঠ পত্রিকাটি আমরা নিয়মিত পড়ছি। নিপীড়ন-নির্যাতনের মধ্যেও পত্রিকাটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আশিয়ান গ্রুপ ও মানবকণ্ঠ পত্রিকার সাফল্য কামনা করছি।
মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ বলেন, বেগম খালেদা জিয়া দ্রুত সুস্থ হয়ে দেশে ফিরে আসবেন এবং তারেক রহমানও শিগগির দেশে ফিরে দেশের হাল ধরবেন। দেশ এখন অস্থিতিশীল অবস্থায় রয়েছে। আর কারা এ পরিস্থিতি সৃষ্টি করছে তা সবাই জানেন।
ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেন, আশিয়ান গ্রুপের সুনাম রয়েছে। তবে অতীত সরকার তাদের ওপর অনেক নির্যাতন চালিয়েছে। বিএনপি পরিবার সবসময় আশিয়ান গ্রুপের পাশে থাকবে।
এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, মানবকণ্ঠ ও আশিয়ান গ্রুপ বাংলাদেশের গণতন্ত্র ও গণঅভ্যুত্থানের পক্ষে ঐতিহাসিক ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে আশিয়ান গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম ভূঁইয়াসহ বিভিন্ন রাজনৈতিক নেতা, পেশাজীবী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ইফতার আয়োজনটি সর্বস্তরের মানুষের এক মিলনমেলায় পরিণত হয়।
এমএবি/এমবি
প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন