দেশের মানুষের রক্তে রয়েছে প্রতিবাদ : মঈন খান

নরসিংদী প্রতিনিধি
প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:০৩

ছবি : বাংলাদেশের খবর
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেছেন, ১৯৫২ সালে ভাষা আন্দোলন শুধু ভাষা আন্দোলন নয়, ভাষা আন্দোলন বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন। স্বৈরাচার কিছু সময়ের জন্য স্থায়ী হতে পারে, কিন্তু চিরদিনের জন্য স্থায়ী হতে পারে না।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকালে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে পলাশ উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের পর তিনি এসব কথা বলেন।
ড. মঈন খান বলেন, ছাত্র-জনতা ২০২৪ সালে জুলাই-আগস্টে ফুঁসে উঠেছে, সেই চূড়ান্ত মুহূর্তে স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আজকে বুঝতে হবে, বাংলাদেশের মানুষের রক্তে রয়েছে গণতন্ত্র, বাংলাদেশের মানুষের রক্তে রয়েছে প্রতিবাদ।
তিনি আরও বলেন, আজকে যদি গণতান্ত্রিক প্রক্রিয়া কোনো কারণে বিঘ্নিত হয়, তাহলে কিন্তু ছাত্রদের অবদান, ছাত্রদের আত্মত্যাগ সবই বৃথা হয়ে যাবে।
ড. মঈন খান বলেন, আমরা বাংলাদেশকে একটি গণতান্ত্রিক ও অর্থনৈতিক সাম্যের দেশ হিসেবে পুনরায় বিনির্মাণ করব।
এদিন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষার শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে শহীদ বেদিতে ফুলেল শ্রদ্ধা জানিয়েছেন উপজেলা প্রশাসন, উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অগণিত মানুষ।
সুমন রায়/এমবি