বাজেট বরাদ্দে অগ্রাধিকার পাবে জবি : ইউজিসি চেয়ারম্যান

জবি প্রতিনিধি
প্রকাশ: ১৪ মার্চ ২০২৫, ২০:৩৪

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ বলেছেন, বাজেট বরাদ্দে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) আগের চেয়ে তুলনায় অগ্রাধিকার পাবে। যখন কলেজ ছিল তখনও এর গৌরব ছিল। আর এই বিপ্লবেও এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভূমিকা অনেক বেশি।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) জবি ক্যাম্পাসে এক ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, সরকার এখন অনেক সংকটের মধ্য দিয়ে সময় পার করছে। তারপরও যতটুকু সম্ভব আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও ছাত্রদের কল্যাণে যা কিছু করার তাই আমরা করব। জগন্নাথের শিক্ষার্থীদের কষ্ট আমরা বুঝি। ছেলে ও মেয়ে উভয়েই সংগ্রাম করে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম বলেন, আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হলবিহীন। তারা কষ্ট করে পড়াশোনা করে। আমাদের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ চলছে। আমরা আশা করব ইউজিসির জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রতি সুদৃষ্টি থাকবে এবং সর্বোচ্চ সহযোগিতা করবে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি ইমরান হুসাইনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহতাব হোসেন লিমন সঞ্চালনায় ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড সাবিনা শরমীন ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. তাজাম্মুল হক। বিভিন্ন অনুষদ ও বিভাগের শিক্ষকরা উপস্থিত ছিলেন এবং বিভিন্ন ছাত্র সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
জেএন/ওএফ
প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন