ফেনীতে বিপুল পরিমাণ ভারতীয় কাপড় জব্দ

ফেনী প্রতিনিধি
প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৫, ১৯:১২
-6783bfa979497.jpg)
ফেনীর পরশুরাম উপজেলায় ভারত থেকে বিপুল পরিমাণ শাড়ি, লেহেঙ্গা ও থ্রি পিসসহ একটি কাভার্ড ভ্যান জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।
রোববার (১২ জানুয়ারি) সকালে পরশুরাম উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরিফুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
জানা গেছে, পৌর এলাকার দক্ষিণ বেড়াবাড়িয়া গ্রামের মমিন হুজুরের বাড়ির পাশ থেকে কাভার্ডভ্যানটি (ঢাকা মেট্রো-অ-১১১৭৭৮) জব্দ করা হয়। রোববার সকালে স্থানীয় গ্রামবাসী তালাবদ্ধ কাভার্ডভ্যানটি দেখে প্রশাসনকে খবর দেন। এরপর ভ্রাম্যমাণ আদালত অভিযানে নেমে ভ্যানের তালা ভেঙে ৩৩ গাইট ভারতীয় শাড়ি, লেহেঙ্গা ও থ্রি পিস উদ্ধার করেন। উদ্ধারকৃত মালামাল পরশুরাম মডেল থানা হেফাজতে দেওয়া হয়েছে।
পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হাকিম বিষয়টি নিশ্চিত করেছেন।
এমরান পাটোয়ারী/এমবি