বৃদ্ধকে কুপিয়ে ১৫ লক্ষ টাকা ছিনতাই

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৫, ১৫:১৭

কুমিল্লার আদর্শ সদরের রসূলপুরে ৬৭ বছর বয়সী এক কৃষকের মাথায় মাবল দিয়ে আঘাত করে ১৫ লক্ষ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। আহত বৃদ্ধ কৃষক মোখলেছুর রহমানের চিল্লাচিল্লি শুনে তার বড় মেয়ে সিমা বাবাকে রক্তাক্ত অবস্থায় কুমিল্লা জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
শুক্রবার (১৭ জানুয়ারি) সকালে মোখলেছুর রহমানের বাড়ির সামনে এই ঘটনা ঘটে। কুমিল্লা কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মহিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
ভুক্তভোগী মোখলেছুর রহমান জানান, তিনি কুমিল্লা আদালতের পাশের বাসা থেকে আরেকজনের দেওয়া ১৫ লক্ষ টাকা নিয়ে রসূলপুর গ্রামের বাড়িতে যাওয়ার জন্য রওনা করেন। রসূলপুরে পৌঁছালে কাজী স্বপনসহ কয়েকজন লোক শাবল ও অন্যান্য দেশীয় অস্ত্র নিয়ে তার পথরোধ করে। এরপর তাকে মারধর করে এবং মাথায় শাবল দিয়ে আঘাত করে ১৫ লক্ষ টাকা ছিনতাই করে তারা পালিয়ে যায়।
ভুক্তভোগীর মেয়ে সিমা জানান, তার বাবা কাজী স্বপনকে চিনতে পেরেছেন। পুলিশ তাকে ধরলে ছিনতাইয়ের টাকা উদ্ধার এবং আসামিদের গ্রেপ্তার করতে সক্ষম হবে।
এ বিষয়ে কুমিল্লা কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মহিনুল ইসলাম বলেন, "এখন পর্যন্ত কাউকে চিহ্নিত করা যায়নি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ছিনতাইয়ের টাকা উদ্ধার এবং আসামিদের গ্রেপ্তার করার জন্য কাজ করছে। এতে কিছু সময় লাগবে।"
সোহাইবুল ইসলাম সোহাগ/এমএইচএস