ঢাকায় আ.লীগের কর্মসূচির ঘোষণা, হাসিনার ফোনালাপ ফাঁস
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৪, ০৩:১৩
শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ। রোববার (১০ নভেম্বর) বিকেল ৩টায় শহীদ নূর হোসেন চত্বরে অগণতান্ত্রিক শক্তির অপসারণ এবং গণতান্ত্রিক ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার দাবিতে মিছিল করবে বলে জানিয়েছে দলটি।
শুক্রবার (৮ নভেম্বর) রাতে বাংলাদেশ আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।
ওই ফেসবুক পোস্টে আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীসহ মুক্তিযুদ্ধের চেতনা ও গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাসী সাধারণ মানুষকে অংশগ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছে। একই সাথে দেশব্যাপী সকল জেলা ও উপজেলা পর্যায়ে কেন্দ্রীয় কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে কর্মসূচি পালনের আহ্বান জানানো হয়েছে।
এদিকে, ১০ নভেম্বরের কর্মসূচি ঘিরে শেখ হাসিনার ফোন রেকর্ড ফাঁসে ঘটনা ঘটে। অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন শায়ের তার ভেরিফাইড ফেসবুক পেজে ওই অডিও প্রকাশ করেন। যেখানে হাসিনাকে বলতে শোনা যায়, মিছিলে ট্রাম্পের ছবি রাখতে হবে। হামলা হলে সেসব ছবি তুলে রাখতে হবে। আমার সাথে ট্রাম্পের সাথে যোগাযোগ আছে। সেগুলো পাঠিয়ে দেব।
আর বলতে শোনা যায়, মিছিলে শুধু ট্রাম্পের ছবি থাকবে। দেখানো যাবে যে ইউনূসের সরকার কী করতেছে দেখ। আলাদা ক্যামেরাম্যান রাখতে হবে। যাতে কোনো বাধা দিলেই ছবি তুলে রাখা যায়।
ওএফ