তারুণ্য উৎসব উদযাপন উপলক্ষে চাঁদপুরে মাসব্যাপী মেলা

চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৫, ০৮:২৫

ছবি : সংগৃহীত
চাঁদপুরে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে তারুণ্য উৎসব উদযাপন উপলক্ষে মাসব্যাপী তাঁত, বস্ত্র, চারু-কারু এবং পাটজাত পণ্য মেলার উদ্বোধন হয়েছে।
সোমবার (২০ জানুয়ারি) রাতে চাঁদপুর আউটার স্টেডিয়ামে পায়রা ও বেলুন উড়িয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোহসীন উদ্দিন।
তিনি বলেন, ‘তারুণ্যের উৎসব ৫ আগস্ট সকাল ১১টার পর থেকে শুরু হয়েছে। তখন থেকেই তরুণরা উৎসব শুরু করে দিয়েছে। তরুণরা এই উৎসবের মাধ্যমেই দেশ গড়বে। দেশ গড়ার জন্যই আমরা এই তারুণ্যের উৎসবের আয়োজন করেছি।’
ডিসি বলেন, আমরা চাই-সমাজ বিনির্মাণে তরুণরা ভূমিকা রাখবে। তারা পড়াশোনা, সমাজ সংস্কার, সমাজের ত্রুটি-বিচ্যুতিতে মনযোগী হবে এবং সেগুলো আমাদের মাঝে তুলে ধরবে।
তিনি আরও বলেন, আমরা চাই তরুণরা কোনো ভুল পথে যাবে না। তরুণরা মাদকাসক্তে জড়িত হবে না। তারা যেখানে অন্যায় দেখবে, সেখানেই প্রতিবাদ করবে।
স্থানীয় সরকারের উপপরিচালক ও চাঁদপুর পৌর প্রশাসক মো. গোলাম জাকারিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য পেশ করেন, পুলিশ সুপার (এসপি) মুহম্মদ আব্দুর রকিব, চাঁদপুর জেলা জামায়াতের সেক্রেটারী অ্যাডভোকেট মো. শাহাজাহান মিয়া, গণ অধিকার পরিষদের আহ্বায়ক কাজী রাসেল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী মো. রবিউল।
এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোস্তাফিজুর রহমান, (রাজস্ব) একরামুল ছিদ্দিক, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. এরশাদ উদ্দিন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মনোয়ার হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) সুপ্রভাত চাকমা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাখাওয়াত জামিল সৈকত। সঞ্চালনায় ছিলেন গণ অধিকার পরিষদের যুগ্ম আহবায়ক মো. জাকির হোসেন।
উদ্বোধন শেষে অতিথিরা মেলার স্টলগুলো পরিদর্শন করেন।
মেলার পরিচালনার দায়িত্বে থাকা এফবিসিসিআইএর কার্যনির্বাহী পরিষদের সদস্য মো. সালাহউদ্দিন গণমাধ্যমকে জানান, মেলায় শতাধিক স্টলের ব্যবস্থা রয়েছে। যেখানে জামদানি শাড়ি, পাটজাত পণ্যসহ বিভিন্ন আকর্ষণীয় পণ্যের সমাহার রয়েছে। এছাড়া মেলার সার্বিক নিরাপত্তার জন্য ৪০টি সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে।
আলআমিন ভূঁইয়া/এটিআর